জেনিথ ইসলামী লাইফ ইন্সেরেন্স কোম্পানী লিমিটিডের সিটি প্রজেক্ট চাঁদপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মৃত্যুদাবির চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের দর্জিঘাট সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের রয়েল ফুড কর্ণার এন্ড পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেনিথ ইসলামি লাইফ ইন্সেরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব সিটি প্রজেক্টের সিনিয়র (ডিএমডি) সৈয়দ মাসকুরুল হক, ডি এম ডি মোঃ মনির হোসেন, জি এম মোঃ এবাদুল ইসলাম, জেনিথ ইসলামি লাইফ ইন্সেরেন্সের
প্রধান প্রশিক্ষক (ভিপি উন্নয়ন) মোঃ তোফাজ্জেল হোসেন মানিক।
জেনিথ ইসলামি লাইফ ইন্সেরেন্সের চাঁদপুর ইনচার্জ মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে এ সময় আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শওকত আলী, জেনিথ ইসলামি লাইফ ইন্সেরেন্সের ইউনিট ম্যানেজার মোঃ আলী আজগর সরকার, মোঃ আলী হোসেন ভূঁইয়া, সানজিদা পান্না, সদস্য মোঃ ছলেমান ভূঁইয়াসহ অন্যান্যরা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur