চাঁদপুরের কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই বাজারে পল্লী সেবা সমবায় সমিতি লি. গ্রাহকের আমানতের প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দুপুরে আমানতের টাকা ফেরত পেতে দারাশাহী তুলপাই বাজারস্থ পল্লী সেবা সমবায় সমিতি লি. এর কার্যালয়ে এসে প্রায় শতাধিক গ্রাহক ভীড় করে এবং টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল করেন। জানা গেছে, ২০১২ সাল থেকে দারাশাহী তুলপাই পশ্চিম বাজারে সিটি এজেন্ট ব্যাংক সংলগ্ন পল্লী সেবা সমবায় সমিতি লি. গঠন করে এলাকার সাধারন মানুষকে ঋণ দেয়া নেয়াসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। হঠাৎ গত কয়েক মাস ধরে ওই সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায় সমিতির এমডি মহসীন মিয়া ও ম্যানেজার ফয়েজ আহমেদ।
গ্রাহক আনোয়ার হোসেন মুন্সি, মহীউদ্দিন আল মাসুম, রেহানা আক্তার, শারমিন আক্তার, শিখা রানী, বাচ্চু মিয়া, মরিয়ম, আক্তার হোসেন, কবির হোসেন, রাবেয়া, লাভলি আক্তার, ফাতেমা. রুমা, সুফিয়ান, আব্দুর রশিদ, সুরিয়া বেগম, আলমগীর হোসেন, আমেনা বেগম, কামরুল, হারুনুর রশিদ, সুজন, রুবেল, সাইফুল, মর্জিনা, আবু সুফিয়ানসহ আরো অনেকে জানান, আমরা প্রথমে সমিতি সংলগ্ন সিটি এজেন্ট ব্যাংকে টাকা জমা রাখি। পরবর্তীতে একই ব্যাক্তি পরিচালিত পল্লী সেবা সমবায় সমিতি ও সিটি এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন ভাবে ফুসলীয়ে অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে আমাদের টাকা কৌশলে মাল্টিপারপাসে জমা রশিদ দেয়। কিন্তু বর্তমানে আমরা আমাদের জমাকৃত টাকা ফেরত চাইলে দেই-দিচ্ছি বলে কালক্ষেপন করে যাচ্ছেন তারা এবং হঠাৎ করে গত কয়েক মাস যাবৎ পল্লী সেবা সমবায় সমিতি লি. এর কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাওয়া ও ওই সমিতির সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যপারে পল্লী সেবা সমবায় সমিতি লি. এর ম্যানেজার ফয়েজ আহমেদের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পল্লী সেবা সমবায় সমিতি লি. এর এমডি মোহাম্মদ মহসীন মিয়া গ্রাহকদের টাকা জমা দেয়ার কথা শিকার করে বলেন, মালিক পক্ষ ও গ্রাহকদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, দারাশাহী তুলপাই বাজারস্থ পল্লী সেবা সমবায় সমিতি লি. এর কার্যালয়ে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার দাবীতে উপস্থিতির কথা শুনেছি। গ্রাহকরা যাতে তাদের জমাকৃত টাকা ফেরত পায় সেজন্য বিষয়টি সমাধানের লক্ষে আমি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।
কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, পল্লী সেবা সমবায় সমিতি লি. এর লেনদেন কার্যক্রম অনেকদিন বন্ধ রয়েছে। সমিতির গ্রাহকদের টাকা পরিশোধের জন্য আগেই আমি তাদের নির্দেশনা দিয়েছি। তবে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা এখনো পেয়েছেন কিনা তা আমার জানা নেই, না পেলে কোনো গ্রাহক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur