Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নববধূর আত্মহত্যা
নববধূর
প্রতীকী ছবি

কচুয়ায় নববধূর আত্মহত্যা

চাঁদপুরের কচুয়ার পাথৈর গ্রামে শনিরবার ভোর রাতে বাবার বাড়িতে গৃহের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে জাকিয়া আক্তার (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে।

শনিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত জাকিয়া আক্তার পাথৈর গ্রামের অধিবাসী সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ে। দু’মাস আগে মোবাইল ফোনে একই উপজেলার বাইছাড়া গ্রামের তার আপন ফুফাতো ভাই সৌদি প্রবাসী জসীম উদ্দিনের সাথে বিয়ে হয় তার। তবে স্থানীয়দের ধারনা পারিবারিক কলহের কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য কাউছার আহমেদ সুমন জানান, কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে শুনেছি কিছুদিন পর তার স্বামী দেশে এসে তাকে সৌদি আরব নিয়ে যাওয়ার কথা ছিল।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ মার্চ ২০২৪