চাঁদপুরের কচুয়ায় আলোচিত অটোচালক সাব্বির হত্যার অন্যতম আসামী মাঈনুদ্দিন ওরফে মাইনুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন রাজীব গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার শনির আখড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মাঈনুদ্দিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মৃত. রজব আলীর পুত্র। কচুয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই দেলোয়ার রাজীবের নেতৃত্বে ও অন্যান্য পুলিশদের সহযোগিতায় আলোচিত সাব্বির হত্যার আসামী হিসেবে এ পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। তাছাড়া গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে নারায়নগঞ্জ এবং চাঁদপুর বিভিন্ন স্থান থেকে হত্যাকান্ডের সাথে জড়িত আরো ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৪ জানুয়ারি বিকালে মিশুক নিয়ে সাব্বির বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। পরদিন ২৫ জানুয়ারি সকালে পালাখাল-সেঙ্গুয়া সড়কের পাশে ডোবা থেকে মিশুক চালক সাব্বির হোসেনের হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur