কচুয়া উপজেলার সাচার আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ে অনষ্ঠিত এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাচার ডিগ্রি কলেজের অধ্যাপক মফিজুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক আবু ইউসুফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. আবু ইউছুফ সরকার পবন। বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, কচুয়া কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিক, সাধারন সম্পাদক আমির হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন নিলয়, সাচার ইউনিয়ন কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক ও পাথৈর ইউনিয়ন কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক মিয়াজীসহ আরো অনেকে। পরে কৃতি শিক্ষার্তীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur