Home / উপজেলা সংবাদ / কচুয়া নূরপুর গ্রামে দুর্ধর্ষ চুরি
দুর্ধর্ষ

কচুয়া নূরপুর গ্রামে দুর্ধর্ষ চুরি

কচুয়া উপজেলার নূরপুর গ্রামের অধিবাসী মৃত ডা. নুরুল ইসলামের বাড়িতে (লন্ডনী বাড়ি) দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার সন্ধায় এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র হাতিয়ে নিয়েছে স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপর-চোপরসহ বিভিন্ন সামগ্রী।

ডা. নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম জানান, আমার দুই ছেলে। তারা বিদেশে রয়েছে। পুত্রবধুরা পিত্রালয়ে। আমি খুবই অসুস্থ্য হয়ে পরার কারনে ঢাকাতে অবস্থান নেই চিকিৎসাধীন রয়েছি।

চোরচক্র শনিবার সন্ধ্যায় আমার দ্বিতল বাসভবনের কলাপসিবল গেইট হাতুড়ি-শাবল দিয়ে পিটিয়ে ভেঙে ভবনে প্রবেশ করে ফিল্মি কায়দায় মোট পাঁচটি কক্ষে ভাঙচুর চালায়। তারা আলমারি ও শোকেচের তালা ভাঙাসহ ভাঙচুর করে আমার ও পুত্রবধুদের প্রায় ৫ ভড়ি ওজনের স্বর্ণালংকার ও কাপরচোপরসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। এ দুধর্ষ চুরির খবর পেয়ে ওই রাতেই কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সন্ধাকালীন সময়ে এ দু:সাহসিক চুরির ঘটনায় এলাকার লোকজনরা হতবাক। কিশোর গ্যাং এর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারনা।

কচুয়া প্রতিনিধি, ১০ মার্চ ২০২৪