চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বার্ষিক ক্রীড়ায অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.মো. জিল্লুর রহমান জুয়েল।
পুরস্কার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জুয়েল বলেন, অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নে এ বিদ্যালয়টির সুনাম রয়েছে। তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের ব্যাপক সংকট রয়েছে বিদ্যালয়ের। এ সংকট নিরসনে স্থানীয় সাংসদ সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি মহোদয়কে অবগত করা হবে।
মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে, যা বিশ্বে বিরল। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর পৌরসভার শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক খালেদা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আলম পলাশ ও শাহ আলম মল্লিকসহ শিক্ষার্থীসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। এর আগে সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো.রবিউল হোসেন, ইনস্ট্রাক্টর ইউআরসি (সদর) আব্দুল বাছেত,সদর উপজেলা প্রাথমিক শিখ্সক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল,ম্যানেজিং কমিটির সদস্য ফারুক খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এবং শেষে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার্থীরা বেশ ক’টি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।
স্টাফ রিপোর্টার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur