কচুয়া উপজেলার ৮৬নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন আর বেচেঁ নেই (ইন্নালি….রাজিউন)। তিনি শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে,৩ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর জানাযা শেষে মরহুমের লাশ উপজেলার মনোহরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জানাযা অনুষ্ঠানে কচুয়া উপজেলা ইউআরসি কর্মকর্তা মো. জাকির হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ওমর খৈয়াম বাগদাদী রুমিসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকাবাসী জানাযায় অংশগ্রহন করেন।
প্রতিবদেক: জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur