চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, ভাষার জন্যই মূলত মুক্তিযুদ্ধ হয়েছে। তাই আজকের পাঠকদের মূলত সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে ভালো মানের বই বড়তে হবে। আর এ বই পড়ার মধ্যেই খুঁজে পাওয়া যায় জ্ঞান অর্জনের অপূরন্ত জ্ঞান ভান্ডার। বিশ্ব নবী হযরত মোহাম্মদ বলেছেন জ্ঞান অর্জন করতে প্রয়োজনে ভ্রমণ করো। তাছাড়া বিভিন্ন মনীষিদের জীবন সংগ্রাম পড়ে জীবনকে সুন্দর ভাবে পরিচালনা করা যায়। আজ মানুষের ভাষার এ দক্ষতা বৃদ্ধি পেয়েছে মূলত ভালো মানের, ভালো লেখকের বই পড়ে। তাই আমাদের ভাষার মাসে সবাই স্বাধীনতার কথা জানতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ার আহবান জানাই।
২১ ফেব্রুয়ারি বুধবার হাজীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরনে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বই মেলার সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিক্ত কথাগুলো বলেন।
একই দিন চাঁদপুরের ৫ জন লেখককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতদের হাতে সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম।
হাজীগঞ্জ ফোরামের আয়োজনে মেলার স্টলস্থল ফুড লাভারস পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন কাজী শাহাদাত, ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, মাঈনুল ইসলাম মানিক, মো. ফরিদ হাসান ও এসএম চিশতী।
একই সময়ে হাজীগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন, ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং হাজীগঞ্জের লেখকদর ৪টি বইয়ের মোড়ক উন্মোচিত করা হয়।
এর আগে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, হাজীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী পরিষদের পক্ষে অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, বই মেলা উদযাপন কমিটির আহবায়ক মহিউদ্দিন আল আজাদ।
ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদের সভাপতিত্বে ও সদস্য জাহিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য শেষে মেলার ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২১ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur