কুমিল্লা সিটি উপনির্বাচনে শেষ দিনে নির্বাচন কার্যালয়ে চার জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ দিন বেলা ১১ টা থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়া শুরু করেন।
দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডাঃ তাহসিন বাহার সূচনা, দু’বারের সাবেক মেয়র ও বহিস্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ।
এছাড়াও দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নূরুর রহমান মাহমুদ তানিম।
কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় ছিলো বিকেল ৪ টা পর্যন্ত।
রিটার্নিং কমকর্তা মোঃ ফরহাদ হোসেন জানান, এপর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষদিন বেলা ৩ টা পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur