Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / উপজেলার পূর্ব অঞ্চলকে আধুনিক এলাকায় রুপান্তরিত করবো: মুহম্মদ শফিকুর রহমান
উপজেলার

উপজেলার পূর্ব অঞ্চলকে আধুনিক এলাকায় রুপান্তরিত করবো: মুহম্মদ শফিকুর রহমান

ফরিদগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলকে আধুনিক এলাকায় রুপান্তরিত করবো। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে করোনা মহামারীর কারণে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও কিছুটা উন্নয়ন কাজ ব্যাহত হয়েছে। গত ৭ জানুয়ারী আপনারা সকলে মিলে আমাকে পুনরায় নির্বাচিত করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের সহযোগিতা নিয়ে উপজেলার পূর্ব অঞ্চলসহ পুরো উপজেলাকে আধুনিক এবং সমৃদ্ধশালী উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৩ ফ্রেব্রুয়ারী) গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ ও গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের আয়োজনে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি পূনঃরায় নিবার্চিত হওয়ায় গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর মধ্যে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। সেজন্য আমাদের শিক্ষার্থীদের আগামীর শেখ হাসিনা হিসেবে নিজেদের তৈরি করতে হবে। তাদেরকে সৎ, আদর্শবান, কর্মঠ এবং দেশপ্রেমিক হতে হবে। এদেশকে জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়তে সকলের অবদান রাখতে হবে।
তিনি বলেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে পিছনে পেলে এ দেশের মানুষকে একটি অংশ গ্রহন মূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন উপহার দিয়েছেন।
এ সময় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান গল্লাক আদর্শ ডিগ্রি কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছার নামে নাস করনের প্রস্তাব করেন এবং উপস্থিত সকলে দু’হাত উচুঁ করে তা সমর্থন করেন।
পরে তিনি, আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রাথর্ী ও উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীনকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রাথর্ী হিসেবে সকলের সামনে ঘোষনা দেন।

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া, শিল্পপতি ও সমাজ সেবক মো. ফয়েজ আহম্মেদ মোল্লা, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, উপজেলা আ’লীগের সদস্য এড. মোহাম্মদ আলী মজুমদার, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল খোরশেদ আলম চৌধুরী, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে আলম লিমন।
এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহাম্মেদ সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান, সাবেক চেয়ারম্যান মাওলানা শরাফত উল্লাহ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ভদ্র, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন পলোয়ান, আব্দুস ছাত্তার পাটওয়ারী, আনোয়ার হোসেন খোকন আখন্দ, এস. এম টেলু পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন পাটওয়ারী, সদস্য আনোয়ার হোসেন বিপ্লব, রাশেদ পাটওয়ারী প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান,১৩ ফেব্রুয়ারি ২০২৪