Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / স্ট্রোক করে ৬ সন্তানের জনক দিনমজুর জাহাঙ্গীরের মৃত্যু
স্ট্রোক

স্ট্রোক করে ৬ সন্তানের জনক দিনমজুর জাহাঙ্গীরের মৃত্যু

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার রাতে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া বড় বাড়ীর মৃত আ. রহমানের ছেলে দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫০)। তার ৪ মেয়ে ২ ছেলে রয়েছে।

শনিবার রাত সাড়ে ৭ টার দিকে কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় পথের মধ্যেই ঘুরে পড়ে যায়। দুই যুবক মাটিতে পড়ে আছে দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের দোকানে নিলে স্ট্রোকের লক্ষ্মণ দেখে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।

বাড়ির আমির হোসেন বলেন, জাহাঙ্গীর সুস্থ স্বাভাবিক ভাবে চলাচল করতেন। হঠাৎ ঘুরে পড়লে তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করা হয়। তার চার মেয়ে ও ছোট দুই ছেলে রয়েছে। তার পরিবারের উপার্যন করার মত কোন লোক নেই।।
এদিকে নিহত দিনমজুর জাহাঙ্গীরের বাড়ীতে সন্তানেরাসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম দেখা যায়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৫ জানুয়ারি ২০২৪