চট্টগ্রামের ভান্ডার শরীফে হারিয়ে যাওয়ার পর ফেইসবুকের কল্যাণে ১৮ বছর পর নিজ বাড়িতে ফিরেছে খানু মিয়া (৩৮) নামের এক যুবক। বৃহস্পতিবার বিকেলে ওই যুবক তার নিজ বাড়িতে ফিরে আসায় আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী।
জানা গেছে, কচুয়া উপজেলার চাংপুর গ্রামের মৃত খলিলুর রহমানের শারীরিক প্রতিবন্ধী ছেলে খানু মিয়া ২০০৬ সালের দিকে খানু মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলম পাঠানের সাথে চট্টগ্রাম ভান্ডার শরীফে গিয়ে খানু মিয়া হারিয়ে যায়। পরবর্তীতে তিনি ফেনী জেলার সোনাগাজী এলাকায় ছিলো। কয়েকদিন পূর্বে আলোকিত সোনাগাজী নামে একটি ফেসবুক পেইজ থেকে তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে খানু মিয়ার পরিবার ও এলাকাবাসী সন্ধান পেয়ে সোনাগাজীতে গিয়ে বৃহস্পতিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
খানুর বড় বোন মানসুরা আক্তার জানান, আমরা তিন ভাই ও দুই বোন। ১৮ বছর আগে আমার ভাই খানু মিয়া চট্টগ্রামে ঘুড়তে গিয়ে হারিয়ে যায়। সেথেকে আমরা তাকে বহু জায়গায় খোজখুজি করে অবশেষে তাকে পেয়েছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur