Home / সারাদেশ / কুমিল্লায় সাড়ে চার শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
শীতার্তের

কুমিল্লায় সাড়ে চার শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার। শনিবার দুপুরে জেলার সদর দক্ষিন উপজেলার সোয়াগাজী প্রমিনেন্ট চাইল্ড একাডেমীতে এসব শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর ইন্জিনিয়ার মোঃ মতিউর রহমান।

এসময় সাড়ে চারশতাধিক শীতার্তের মাঝে গরম চাদর বিতেরণ করা হয়।

জোড় কানন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান মমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কর অঞ্চলের কর কমশিনার সামিনা ইসলাম, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর সভাপতি ডাঃ এ কে এম কামরুল আহসান তানিম, সাবেক সভাপতি রোটারিয়ান রইস আব্দুর রব, কর্নফুলি
গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া।

এসময় অন্যান্যের মধ্যে রোটারি ক্লাব অব কুমিল্লা সান ফ্লাওয়ারের সাবেক সভাপতি রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার, আইপি রোটারিয়ান অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মজুমদার, সাবেক সভাপতি মহসিন রহমান, বর্তমান সভাপতি রোটারিয়ান মোঃ আবুল কালাম আজাদ, রোটারিয়ান মাহবুব মেহেদী, রোটারিয়ান জাহানারা আক্তার কলি, রোটারিয়ান রবিউল হক, রোটারিয়ান মশিউর রহমান মজুমদার, রোটারিয়ান আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২১ জানুয়ারী ২০২৪