Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ২দিন ব্যাপী মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
মাহফিলের

কচুয়ায় ২দিন ব্যাপী মাহফিলের প্রস্তুতি সম্পন্ন

চাঁদপুরের কচুয়ায় তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ২দিন ব্যাপী মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৯ ও ২০ জানুয়ারি দহুলিয়া জামিআত তাওহীদ মাঠে ২দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।

মাহফিলের প্রথম দিনে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখবেন, শায়খ সাইফুদ্দিন বেলাল মাদানী,মোকারক বিন মুহসিন মাদানী,জামশেদ মজুমদার সহ আরো অনেকে।

মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান রাখবেন, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,মোজাফফর বিন মহসিন,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও বাশার বিন হায়াত আলী সহ আরো অনেকে। এসময় মাদ্রাসার অধ্যক্ষ আকরামুজ্জামান,শিক্ষক আব্দুল মালেক মিয়াজী,মাদ্রাসার সেক্রেটারী হাজী মো. দুলাল মিয়া,সিরাজুল ইসলাম,আমির হোসেন,হাফেজ সফিকুল ইসলাম,সহ-সভাপতি আব্দুল কুদ্দুস,ফরিদ,সবুজ,রাসেল,হান্নান,সজিব ও ইমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাহফিলে দলে দলে যোগদান করতে আহ্বান ও নিমন্ত্রন করেছেন মাহফিল কমিটির নেতৃবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ জানুয়ারি ২০২৪