চাঁদপুরের কচুয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে কচুয়া পৌর বাজারে উৎসবমূখর পরিবেশে বিশেষ সাধারন সভায় এ কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে অসীম পোদ্দার বাপ্পী ও সদস্য সচিব হিসেবে বিনয় সরকারকে নির্বাচিত করা হয়।
এসময় কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহা, কচুয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মানিক ভৌমিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান যুব ঐক্য পরিষদের যুগ্ন আহ্বায়ক বিশাল দাস,সিনিয়র যুগ্ন আহ্বায়ক জয় চন্দ্র নাগ,জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়,সদস্য সচিব পার্থ গোপাল দাস,সাচার সার্বজনীন গীতা সংঘের সভাপতি সৌরভ চন্দ্র ঘোষ,সাধারন সম্পাদক বাপন দাস, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur