চাঁদপুরে ২৪২ টি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারের মধ্যে ১৫ টি ডায়াগনন্টিক সেন্টারের লাইসেন্স নেই।
১৬ জানুয়ারি মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন সাহাদাৎ হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান বুধবার (১৭ জানুয়ারি) এসব সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা হয়, চাঁদপুর শহরে দুটি, হাজীগঞ্জ, কচুয়া ও মতলবে দুটি করে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। জেলার হাইমচর ছাড়া বাকী সবকয়টি উপজেলায় লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে কয়েকটি হাসপাতালের লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন।
জেলা সিভিল সার্জন সাহাদাৎ হোসেন বলেন, গেলো বছরের অভিযান পরিচালনা করে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এখনো ১৫ টি সেন্টারের লাইসেন্স নেই। ওই ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া রয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ১৭ জানুয়ারি ২০২৪