চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং-এর কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে শহরের বিপণীবাগ এলাকায় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পুলিশের আইজি ও কমিউনিটি পুলিশিং কার্যাক্রমের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা একেএম শহীদুল হক (বিপিএম, পিপিএম)।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, কমিউনিটি পুলিশিং-এর প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ্সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কমিউনিটি পুলিশিং এর কর্মকর্তা ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ।
আশিক বিন রহিম || আপডেট: ০৫:৩৪ পিএম, ৮ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
