চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সরেজমিনে জানা যায়, জাটকা ইলিশ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী বিমলকে ১৫ শত টাকা, পাইকারি আলু ব্যবসায়ী আলাউদ্দিন খানকে পাঁচ হাজার টাকা এবং মায়ের দোয়া বাণিজ্যালয়কে আট হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসসহ মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur