Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইলিশ অভয়াশ্রমে জালসহ ৫ জেলে আটক
হাইমচরে ইলিশ অভয়াশ্রমে জালসহ ৫ জেলে আটক

হাইমচরে ইলিশ অভয়াশ্রমে জালসহ ৫ জেলে আটক

হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষার্থে উপজেলা ট্রাস্কফোর্স ও উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম জহিরুল ইসলামের নেতৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ জেলে আটক করেছে।

আটককৃত জেলেদের মধ্যে ১জনকে ৫হাজার টাকা জরিমানা ও ৪ জেলেকে এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়।

একই দিন মেঘনায় মা ইলিশ নিধন কালে ৫ জেলেকে ও ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন উপজেলা ট্রাস্কফোর্স কমিটি। আটককৃত জেলেরা হলেন, লামছড়ি গ্রামের মোঃ ইমাম হোসেন (১৮), কাউসার (১৮), সাকিল (১৫), আক্তার হোসেন (১৯), নয়ানী গ্রামের মোঃ সোহাগ মাতাব্বর (১৬)।

আটককৃত জেলেদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ভ্রাম্যমান আদালত বসিয়ে মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ সালের ৫ (১) ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।

বিএম ইসমাইল, হাইমচর: আপডেট: ০৮:২৩ পিএম, ৭ অক্টোবর ২০১৫, বুধবার

ডিএইচ/২০১৫।