চাঁদপুরের কচুয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে থানা পুলিশের ব্যবস্থাপনায় গ্রাম-পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সমন্বয়ে চলছে রাত্রীকালীন পাহারা কার্যক্রম।
তাদের দেখভালে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায় থানা পুলিশের ৮ টি মোবাইল পেট্রল টিম। প্রতিরাত ১০ টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত চলে এ পাহারা কার্যক্রম। এ কার্যক্রমকে গতিশীল রাখতে ডিউটি স্পট গুলোতে চা-নাস্তা, খিঁচুড়ি এসব খাবারের আয়োজনও হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাত চালু হওয়া এ রাত্রীকালীন পাহারা কার্যক্রম প্রাথমিকভাবে চলতি শীতকালীন মৌসুমের শেষ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে থানা পুলিশ।
কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, শীত মৌসুমকে ঘিরে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কচুয়া থানা পুলিশ রাত্রীকালীন পাহারা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে কচুয়ার সাধারণ মানুষ সুফল পাবে বলে আমি আশাবাদী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur