রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এসব তথ্য জানিয়েছে।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৭৯২ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ৩১৫ বোতল ফেনসিডিল এবং ৪২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।
১০ ডিসেম্বর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur