চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০২:২৩ পিএম, ০৫ অক্টোবর ২০১৫, সোমবার
গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন জামিন নামঞ্জুর করে শাহাদাতকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে রোববার একই মামলায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেফতারের পর পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করেছিল। আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে নিত্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মোজাম্মেল হক নামে স্থানীয় এক সাংবাদিক বাদী হয়ে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহাদাত ও তার স্ত্রীকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, নির্যাতিত গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপির শরীরের অধিকাংশ স্থানে গুরুতর জখম হয়ে ফুলে গিয়েছিল , দু’চোখে আঘাতের চিহ্ন ও সম্পূর্ণ ফোলা, দু’পায়ে জখম ও দাহ্য পদার্থ এবং গরম খুনতির ছ্যাকার দাগ ছিল।
বর্তমানে হ্যাপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। হ্যাপি ২১ সেপ্টেম্বর আদালতে জবানবন্দি দিয়েছে। সেখানে হ্যাপি জানিয়েছে, নির্যাতনের সময় গৃহকর্তা শাহাদাত তার গলায় পা দিয়ে রাখত, যাতে চিৎকারের কোনো শব্দ বের না হয়। তাঁর স্ত্রী প্রতিদিন লাঠি, পানির বোতল ও বেলন দিয়ে পেটাতেন, হাতের কাছে যখন যা পেতেন তাই দিয়ে মারতেন। মারধর করার পর শরীর থেকে রক্ত বের হলে বরফ লাগিয়ে দিতেন। বরফ সরাতে বললে আবার পেটাতেন।`
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur