Home / লাইফস্টাইল / ত্বক ফর্সা করতে যা করবেন

ত্বক ফর্সা করতে যা করবেন

ত্বকের ফর্সা রঙ পেতে অনেকেই অনেকরকম প্রচেষ্টা করে থাকেন। চাইলে ঘরে বসেই নিতে পারেন ত্বকের যত্ন। আর তা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। চলুন জেনে নিই-

শশার মাস্ক ব্যবহার করলে একই সাথে ত্বক পরিস্কার, ক্লান্তি ও উজ্জ্বলতা কেটে যাবে।

একটি টমেটো নিয়ে তার ভিতরের অংশ ভালোভাবে রগড়ে নিয়ে তার সাথে লেবুর রস যোগ করে নিয়ে আলতো করে মুখে লাগান। ব্যস, ত্বক হবে ঝলমলে।

দই, কলা ও ডিম দিয়ে তৈরি এই প্যাক ব্যাবহারে আপনি পাবেন পার্লারের মতো উজ্জ্বলতা। এগুলোর কোন পার্শ্বপ্রতিক্রিয়া সাধারনত দেখা যায়না। অর্ধেক কলা, দই ও ডিমের সাদা অংশ একত্রে মিশিয়ে ব্লেন্ড করে নিয়ে আলতো করে মুখে লাগান। তারপর ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

 

Ruma- chandpurtimes

কামরুন নাহার রুমা ||   আপডেট: ০২:২৩ পিএম, ০৫ অক্টোবর ২০১৫, সোমবার

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫