ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হিরণ মিয়া (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন এই রায় দেন।
কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবকের বাড়ি সরাইল সদরের উচালিয়াপাড়ায়। ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, চার মাস ধরে স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন হিরণ।
স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্কুল কর্তৃপক্ষ আমার কাছে লিখিতভাবে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে আজ বিকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আপডেট: ০৬:৫৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৫, রোববারচাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur