ফিচার ডেস্ক | আপডেট: ০২:১১ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার
একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পিকনিকে গেছে। সেখানে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ছেলেটি জখম হলো, তার পা থেকে রক্ত বেরোতে থাকলো। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে থাকলো (বেচারা সিনেমায় এমন দৃশ্য অনেক দেখেছে, তাই সে ভাবতে লাগলো এখনি তার গার্লফ্রেন্ড ওড়না ছিঁড়ে বেঁধে দেবে) মেয়েটি তার বয়ফ্রেন্ডের চোখের ভাষা বুঝতে পেরে বলল: জান, প্লিজ এমনটা ভেবো না, এটা আমার ৯০০০/ টাকার লেহেঙ্গা।
***
প্রেমিক: আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?
প্রেমিকা: চুপ।
প্রেমিকঃ কথা বলছো না যে?… রাগ করলে?
প্রেমিকাঃ রাগ করি নি, হিসেব করছি।
****
স্বামী : তুমি কি আজ ডাক্তারের কাছে গিয়েছিলে?
স্ত্রী : হ্যাঁ ডাক্তার বললেন আমাকে এক মাস বিশ্রাম নিতে, কোনও পাহাড়ে গিয়ে বেরিয়ে আসতে।
স্ত্রী: তা আমরা কোথায় যাব?
স্বামী: আমরা অন্য ডাক্তারের কাছে যাবো গো।
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur