বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি অর্থবছরে দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৫ শ মেগাওয়াটে উন্নীত হবে।
জাতীয় সংসদে আজ জাতীয় পার্টির সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১-২২ সালে, দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৪ হাজার ৮শ মেগাওয়াট।
সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে স্বল্প,মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমানে আবাসিক,বাণিজ্যিক ও শিল্প খাতে বিদ্যুতের চাহিদা যথাক্রমে ৫৫%, ১১% এবং ২৭%।
তিনি জানান, বিগত ১৫ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৩ হাজার ৭৯২ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৫৬২ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
চাঁদপুর টাইমস
অক্টোবর ২৭ , ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur