Home / চাঁদপুর / চাঁদপুর সদরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খেলাফত

চাঁদপুর সদরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেমের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোদের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর শুক্রবার বিকালে চাঁদপুর শহরের বাসস্টেশন এলাকায় ইলিশ চত্বরের সামনে এ আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চিতলেখার মোড় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম।

বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ৩ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করছে। অথচ সরকার আমাদের দাবীর প্রতি একটুও কর্ণপাত করছে না। প্রায় তিন বছর ধরে আমাদের দলের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবকে সরকার অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, মামুনুল হককে মুক্তি দিয়ে দিন। নইলে খেলাফত মজলিস গর্জে উঠবে, যা সরকার পতনের আন্দোলনের দিকে যাবে।

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে দেশের জনগণ দিশেহারা। সরকার সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা সরকারকে বার বার বলেছি, বাজার মনিটরিং করুন, জনগণের কাতারে এসে জনগণের দুঃখের কথা শুনুন। দ্রব্যমূল্য আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না। অবিলম্বে সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পাশাপাশি আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

বক্তারা বলেন, বর্বর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন- নিপীড়ন চালিয়ে যাচ্ছে। পশ্চিমাদের মদদে তারা ফিলিস্তিনে মুসলিম গণহত্যায় মেতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে অবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্ব মুসলমানদের ঐক্য হবার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আব্দুল কাদেরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ হামিদি, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা, যুব মজলিস আশিকাটি ইউনিয়ন সভাপতি মাওলানা শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ অক্টোবর ২০২৩