Home / চাঁদপুর / পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় আটক ১০৩ জেলে
পদ্মা

পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় আটক ১০৩ জেলে

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শনিবার (২১ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ৩ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ২৫০ মিটার জাল, ৪৪ টি মাছ ধরার নৌকা, ৫৯৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এরমধ্যে আটক ৩৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ জানান, নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে ছয়টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৪টি মামলা ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,২৩ অক্টোবর ২০২৩