হাজীগঞ্জের বেলচোঁ বাজার ফিলিস্তিদের উপর হামলা ও অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমার নামাজ শেষে হাজীগঞ্জ – রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে এ প্রতিবাদ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দিগছাইল গ্রামের কৃতিসন্তান মাহবুবুর রহমান বাবু মিজির নেতৃত্বে সোনাইমুড়ী, কোন্দ্রা, দোয়াগন্ডা,সেন্দ্রা, দিকচাইল গ্রামের তৌহিদি মুসল্লি জনতা উক্ত প্রতিবাদ মিছিলে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেলচোঁ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ এমরান হোসেন।
মোনাজাত শেষে তৌহিদী জনতা ইসরাইলী পতাকা ও ইসরায়লী প্রেসিডেন্টের পুস্তলিকা পড়ানো হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দিকছাইল জামে মসজিদের ইমাম মাওঃ জুবায়েব হোসেন, সোনাইমুড়ী মোল্লা বাড়ী মসজিদের খতিব হাফেজ মাওঃ বেলাল হোসেন, ইসমাইল আখন্দ, কিরন মিজি প্রমুখ।
প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থাপন করেন- ইয়াছিন আরাফাত ও পরিচালনা করেন রেদোয়ান বেপারী।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, দিকচাইল পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আছেম, বিশিষ্ট ব্যক্তিত্ব মিজানুর রহমান খোকা,আরিফ হোসেন, সাগর মিজি, মামুন হোসেন, তারেক রহমান, হান্নান তালুকদার, মমিন মোল্লা, মোহন, শাহজালাল মানিক, সজিব, বকুল মিজি, আমিনুল ইসলাম বাবু, রায়হান মিজি, মহসিন মিজিসহ অত্র এলাকার প্রায় দুই শতাধিক মুসল্লীবৃন্দ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ২০ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur