চাঁদপুরে মাধ্যমিক ও দাখিল শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষা শেষ হলো ১৮ অক্টোবর। সারাদেশের সকল মাধ্যমিক ও দাখিল নির্বাচনি এ পরীক্ষা শুরু হয়েছে । আগামি ২৬ অক্টোবরের মধ্যে আগামি বছরের এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে স্কুলগুলোকে বলেছে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সারাদেশের দেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় এক ও অভিন্ন নিদের্শনায় ১০ম শ্রেণির এ নির্বাচনি পরীক্ষা ১৮০ টি স্কুল ও ২০১টি মাদ্রাসা নির্বাচনি পরীক্ষা শুরু শেষ হলো । এ পরীক্ষায় অর্ধ-লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানা গেছে ।
আগামি ৩০ অক্টোবর থেকে এসএসসির ফরম পূরণ শুরু হবে। বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.আবুল বাশার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় –২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসির নির্বাচনি পরীক্ষা গ্রহণ শেষে ফল আগামি ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। তবে ২০ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়-আগামি ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুর হবে এবং শেষ হবে ৭ নভেম্বর । ফরম পূরণের সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিসহ যথাসময়ে জানানো হয়েছে । পরীক্ষার ফি ও সকল নিয়মকানুন বোর্ডের ওয়েবসাইডে দেয়া হয়েছে বলে একজন প্রধানশিক্ষক জানান। নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগাম নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নির্দেশনায় জানানো হয়— মূল্যায়ন পরিচালনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আগামি ২৯ অক্টোবর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে।
এদিকে ৬ষ্ঠ- ৭ম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দেয়া নির্দেশনা বুধবার ১৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জারি করে।
৬ দফা নির্দেশনা
১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯/১০/২০২৩ তারিখ রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে; ২. নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে; ৩. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে; ৪. পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে; ৫. রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে; ৬. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর পরে আগামি নভেম্বরের মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।
আবদুল গনি
২০ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur