অত্যান্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৪ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব শাহজাহান মিয়া ছাতা মার্কায় ২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী গোলাম মোস্তফা চেয়ার মার্কায় পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি পদে মোঃ গিয়াস উদ্দিন তালুকদার দোয়াত কলম মার্কায় ২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহসিন পাটওয়ারী বই মার্কায় পেয়েছেন ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। এদের মধ্যে আক্তারুজ্জামান ঘড়ি মার্কায় সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম আই মমিন খান মোবাইল ফোন মার্কায় পেয়েছেন ১৪ ভোট। অপর দুই প্রার্থী সাইদুর রহমান মানিক (মাছ), হানিফ আখন্দ (মোরগ) দু’জনই ১১ ভোট করে পেয়েছেন । সহ সাধারণ সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম কলম মার্কায় ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহরাব হোসেন চাপকল মার্কায় পান ২৪ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ হাবিব মীর হরিন মার্কায় ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম খান প্রজাপতি মার্কায় পেয়েছেন ১৮ ভোট। অর্থ সম্পাদক পদে মোঃ শাহজাহান চাকা মার্কায় ৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাঈন উদ্দিন শাহ মোমবাতি মার্কায় পেয়েছেন ১৪ ভোট। এছাড়াও সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ হোসেন আলী দেওয়ান ও মোঃ হুমায়ুন কবির।
নির্বাচনে মোট ৫ জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ খোরশেদ আলম বাবুল।সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান, গোপাল চন্দ্র সাহা, কাজী অলি আহমেদ, তাজমিয়া।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৫ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur