চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ শুক্রবার বাদ জুমার পর ফকির, পথযাত্রী ও নিম্ন আয়ের প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ খেলো খাসির মাংস দিয়ে খাবার। প্রতি শুক্রবারের ন্যায়ে ১৫ সেপ্টেম্বর শুক্রবার খাসির মাংস খেতে পেরে এসব কাঙ্গালিরা খুব খুশি।
জানাযায়, হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে রেস্তোরাঁর কর্মরত শ্রমিকদের আয়োজনে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ মাঠে এ কাঙ্গালি খাবার গত এক বৎসর ধরে চলমান রয়েছে। তাদের সাথে যোগ দিয়ে সমাজের বিত্তবান ব্যক্তিরাও এ খাবারের অর্থ বহন করতে দেখা যায়। ১৫ সেপ্টেম্বর শুক্রবার হাজীগঞ্জ বাজারের থ্রিজি ওয়াল্ড আবু সাঈদ তার ছেলে আজমাইন সিনানের আকিকা উপলক্ষে খাসির মাংস দিয়ে খাবারের আয়োজন করেন।
কোন সপ্তাহে মুরগী, কোন সপ্তাহে গরুর গোস্তো দিয়ে খাবার পরিবেশন করে আসলেও এ শুক্রবার প্রায় তিন শতাধিক কাঙ্গালি খেতো পারলো খাসির মাংস। সাথে রয়েছে পাতলা ডাল ও পানি।
পেশাদার কয়েকজন ফকির খাবার খেয়ে বলেন, আমরা শুক্রবার আসলে আগে থেকে এখানে সিরিয়ালে বসে থাকি। আজকে আমরা খাসির মাংস দিয়ে খাবার খেয়ে খুব খুশি।
হাজীগঞ্জ বাজারের থ্রিজি ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী মো. আবু সাঈদ বলেন, বিষয়টি দেখে ভালো লাগলো, তাই গাউছিয়া হাইওয়ে রেস্তোরাঁর আয়োজকদের সাথে যোগাযোগ করে এ শুক্রবার আমার ছেলের আকিকার খাসির গোস্তো দিয়ে এসব নিম্ন আয়ের মানুষকে খাওয়াতে পেরে খুব ভালো লাগলো।
গাউছিয়া হাইওয়ে রেস্তোরাঁর কর্মচারীদের প্রধান ইব্রাহীম হোসেন বলেন, শুক্রবার খাবারের উদ্যোগ মূলত আমরা রেস্তোরাঁর সকল শ্রমিকরা বেতন থেকে দিয়ে শুরু করেছি। পরবর্তী আমাদের মালিক কাউসার হোসেন লিটনের সহযোগিতায় এ ধারা অব্যাহত রেখেছি। তা দেখে এখন অন্যান্যরা খাবার খাওয়াতে এগিয়ে আসছে। আমরা এ কাঙ্গালি ভোজ ধরে রাখতে সকলের সহযোগিতা চাই।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৫ সেপ্টেম্বর ২০২৩