যুক্তরাজ্যের লন্ডনে চলছে ১১তম বাংলাদেশ বইমেলা । এ মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনি পরিবার পাবলিকেশন্সের স্টলে পাওয়া যাচ্ছে চাঁদপুরের তরুণ লেখক ও সাংবাদিক আশিক বিন রহিমের গবেষণা গ্রন্থ ”চাঁদপুরের চাঁদমুখ”। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকাশনা প্রতিষ্ঠান পরিবার পাবলিকেসন্স এর কর্ণধার সোহানুর রহিম শাওন।
এছাড়াও লন্ডনে ১১তম বাংলাদেশ বইমেলায় পাওয়া যাচ্ছে চাঁদপুরের আরেক তরুণ লেখক মুহাম্মদ ফরিদ হাসানের গল্পগ্রন্থ ”অন্য শহরের গল্প” এবং গবেষণা গ্রন্থ “রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা”। মেলা চলাবে ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। (Venue : The Art Pavilion. Mile End, London)।
উল্লেখ : চার নদীর আশির্বাদপুষ্ট জল-জোছনার অনন্য নগর ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহা এবং এ উর্ভর ভূমির সোনালী ফসল শত-সহম্র সূর্যসন্তান। যাঁদের জীবন ও কর্মের আলোয় আলোকিত হয়েছে প্রিয় মাতৃভূমি, গর্বিত হয়েছে চাঁদপুর।
এই গুণি মানুষের বর্ণিল জীবনের কিছু বর্ণচ্ছটা এক মলাটে বন্দী করে সাজানো হয়েছে ”চাঁদপুরের চাঁদমুখ” গ্রন্থটি। বইটিতে চাঁদমুখদের জীবন ও কর্ম নিয়ে লেখার পাশাপাশি সংক্ষিপ্তভাবে চাঁদপুরের পরিচিতি, ইতিহাস, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধেরর নানান তথ্য-উপাত্থ তুলে ধরা হয়েছে।
রয়েছে জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসহ দুর্লভ কিছু ছবি।
বইটি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান পরিবার পাবলিকেসন্স। ১৫৬ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ৪৬০ টাকা। ঘরে বসে ‘চাঁদপুরের চাঁদমুখ’ সংগ্রহ করা যাবে বইপরিবার, রকমারি ডটকম সহ দেশের সকল অনলাইন বুকসপে। চলতি বছর “চাঁদপুরের চাঁদমুখ” গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। যাতে যুক্ত করা হয়েছে পরিমার্জিত আরো অনেক তথ্যউপাত্থ।
বইটির বিষয়ে লেখক আশিক বিন রহিম বলেন- চাঁদপুরের আলোকিত মানুষদের সম্পর্কে জানার আগ্রহ থেকেই ‘চাদপুরের চাঁদমুখ’ গ্রন্থটি প্রকাশের প্রয়াস। বইটি পাঠে বিদগ্ধ পাঠক চাঁদপুরকে জানবার অগ্রহ অনেকটাই মেটাতে পারবেন। সেই সাথে এখানকার দীর্ঘকালের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির বিষয়ে সম্যক ধারণা লাভ করবেন এবং এই শ্যামলা ভূমিতে জন্ম নেয়া সকল আলোকোজ্জ্বল ব্যক্তির বৈচিত্র্যময় জীবন ও কর্ম সম্পর্কে অবগত হবেন। নানান সীমাবদ্ধতার কারনে ইচ্ছে থাকলেও আরো অনেক কৃতিজনের জীবন ও কর্মকতা এখানে তুলে ধরা সম্ভব হয়নি। তবে পরবর্তী সংস্করণ বা খণ্ডে সে প্রয়াসকে জিইয়ে রাখছি।
প্রসঙ্গত : কবি ও গল্পকার আশিক বিন রহিম ১৯৮৭ সালে চাঁদপুর শহরের পুরানবাজার জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রহিম, মা বেগম ফয়জুননেছা। প্রায় দেড়যুগ ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন জার্নাল ও ছোটকাগজে নিয়মিত লিখছেন।সম্পাদনা করছেন কবিতার কাজগ ‘তরী নাম লিটলম্যাগ। চাঁদপুরের শিল্প- ও সাহিত্যের সংগঠন ‘সাহিত্য মঞ্চ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তিনি। প্রকাশিত গ্রন্থ: পদ্মপ্রয়াণ (কাব্য, ২০১৯), জাল ও জলের আখ্যান (২০২০, তারুণ্যের সন্ধানে পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত)।
আশিক বিন রহিম সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন, চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার, চতুরঙ্গ ইলিশ উৎসব পুরস্কার, ফরিদগঞ্জ লেখক ফোরাম পুরস্কার, নাগরীক বার্তা লেখক সম্মাননা, নতুন কুঁড়ি লেখক সম্মাননা। তিনি ২০১৯ সালে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য সম্মেলনে যোগদান করেন।
স্টাফ করেসপন্ডেট, ১১ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur