ইউনিয়ন পরিষদ নির্মাণের জন্য নিজ জায়গা দানের পর নানান সামাজিক কর্মকান্ড পরিচালনা করে ফেসবুকে ঝড় তুলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম. আখতার হোসাইন মজুদার।
বুধবার নিজ অর্থায়নে কচুয়া উত্তর ইউনিয়নের বিভিন্ন সময় মৃত ব্যাক্তিদের, নিখোঁজ কাজে মাইকিং, ভোটার হালনাগাদ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সচেতনতায় এবং গরীব অসহায় ও সর্বস্তরের জন সাধানের জন্য জনস্বার্থে কাজে দুটি মাইক ক্রয় করেন তিনি।
ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার জানান, আমার ইউনিয়নবাসীর জন্য বিভিন্ন জনস্বার্থের কাজে ব্যবহারের জন্য দুটি মাইক ক্রয় করে ইউনিয়ন পরিষদে রেখেছি। শুধুমাত্র উপকারভোগী বিভিন্ন সময় তাদের প্রয়োজনে নিজের অর্থায়নে গাড়ি ভাড়া পরিশোধ করে ব্যবহার করবে। ভবিষ্যতে ইউনিয়ন বাসীর কল্যাণে একটি এ্যাম্বুল্যান্স ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এদিকে ব্যাতিক্রমী এ উদ্যোগ নেয়ায় ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেনির মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৯ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur