কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেনের পদোন্নতী জনিত বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। মঙ্গলবার কচুয়া উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সংবর্ধণার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা ওসমান গনির পরিচালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সনজিত সঞ্জন সরকার,সাধারন সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপসহকারি কৃষিকর্মকর্তা ফারুকুল ইসলাম, আসমা ফেরদৌসী, মেহেদী হাসান,আবু সুফিয়ান,ফরহাদ হোসেন,উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মানিক মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে উপজেলার বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur