চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. নাছির উদ্দিন পলাশ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া যায়। ২২ জুলাই শনিবার বেলা তিনটার দিকে কুমিল্লা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন।
নিহত ব্যবসায়ী হাজীগঞ্জ বাজারস্থ পলাশ টেলিকমের সত্ত্বাধীকারী ও পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আমির কাজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।
নিহতের প্রতিবেশি মো. জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ী নেতা জিসান আহমেদ ছিদ্দিকী জানান, গত কয়েকদিন ধরে ব্যবসায়ী মো. নাছির উদ্দিন পলাশ জ্বরে ভুগছিলেন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে তিন দিন পূর্বে তাকে কুমিল্লা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে পরীক্ষা-নিরিক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। আজ বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে গভীর সমবেদনা জানাতে দেখা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২২ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur