চাঁদপুর যুগ্ম জেলা জজ কর্তৃক ডিক্রি জারির মাধ্যমে প্রায় ৪৭ বছর পর হাজীগঞ্জ উপজেলার মেনাপুরে দেড় একর সম্পত্তি উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। ১২ জুলাই বুধবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেনাপুর প্রধানীয়া বাড়ি ও বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জজ কোর্টের নায়েব গাফফার খান, জারিকারক মো. আলাউদ্দিন, কোর্ট কমিশনার মিজানুর রহমান, হাজীগঞ্জ থানার এস আই শহীদ হোসেনসহ সঙ্গীয় পোর্স।
মামলার ডিক্রি সৃত্রে জানা যায়, প্রায় ৪৭ বছর পূর্বে মেনাপুর মৌজায় মৃত আব্দুল জলিল গং প্রতিপক্ষ মৃত খলিলুর রহমান গংদের বিবাদী করে চাঁদপুর জজকোর্টে মোকদ্দমা দায়ের করা হয়। ২০০৩ সালে এ মামলা বাদী পক্ষ রায় পায়। পরবর্তীতে বাদীপক্ষের প্রতিনিধি হিসাবে মেনাপুর প্রধানীয়া বাড়ী নজরুল ইসলাম এ দেড় একর সম্পত্তি ৪৭ বছর পর উচ্ছেদ অভিযানের ডিক্রি বাস্তবায়নের লক্ষে কাজ করেন। তারই ধারাবাহিকতা বুধবার হাইকোর্টের নির্দেশনায় চাঁদপুর যুগ্ম জেলা জজ কোর্ট কর্তৃক ডিক্রি জারির মাধ্যমে তা বাদীপক্ষ ৪৭ বছর পর তাদের জায়গা দখল পায়।
বাদীপক্ষের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, গত প্রায় ৫০ বছর পর আমরা আদালতের মাধ্যমে ডিক্রি বাস্তবায়ন করতে পেরে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক বলেন, আদালতের নির্দেশনা পেয়ে মেনাপুর এলাকা থেকে প্রায় দেড় একর সম্পত্তি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১২ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur