চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী’র মায়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই শুক্ৰবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ সড়ক সংলগ্ন কাউন্সিলরের বাস ভবনে দোয়া অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারুফ মজুমদার, সহ-সভাপতি মোঃ সুলতান, সাবেক সভাপতি যুবরাজ দাস, ওয়ার্ড যুবলীগ সভাপতি কাসেম গাজী, সাধারণ সম্পাদক মহসিন গাজী, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজীসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা দ্বীন ইসলাম।
উল্লেখ্য, যে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজীর মা ৬ মে রোজ শনিবার সকাল ১০.১৬ ঘটিকায় বর্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন । মরহুমের জানাযার নামাজ বাদ যোহর দুপুর ২ ঘটিকায় মধ্য তরপুরচন্ডী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বাদ আসর গ্রামের বাড়ি বাগাদী ইউনিয়নের করগো দোকানের সামনে ২য় জানান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৭ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur