Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন
পাথৈর

কচুয়ার পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাচার বাজারস্থ মদিনা প্লাজার নিচতলায় (ডায়মন্ড হাসপাতালের) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এ কার্যালয় উদ্বোধন করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,উপজেলা মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক কাজল রেখা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খোকন,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মীর মোহাম্মদ আমির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,০৫ জুলাই ২০২৩