সারাদেশের ন্যায় চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন চাঁদপুরের যোনাল ম্যানেজার এস এম সোয়েব। চলতি ২০২২-২৩ বছর চাঁদপুরে ৫০ লাখ ফলদ,ঔষধি ও বনজ জাতের এ চারা বিতরণ করে রোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। ২০ জুন চাঁদপুরে ৬ লাখ ৪০ হাজার ৮শ গাছের চারা সাথে সাথেই রোপণের জন্যে বিতরণ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক চাঁদপুরের যোনাল ম্যানেজার এস এস সোয়েব আজ মঙ্গলবার ২০ জুন সকাল ৯ টায় বাগাদী গ্রামীণ ব্যাংক, পর্যায়ক্রমে হাজীগঞ্জের কংগাইশ কেন্দ্রে এবং চাঁদপুর যোনের অধীন রামগঞ্জ শাখায় সদস্যদের বাড়িতে রোপণের জন্যে পৃথক পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের বাৎসরিক বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন কালে এস এম সোয়েব বলেন,‘ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচায়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, ফল ঔষধ ও খাবার দেয় এবং আমাদের জ্বালানি ও অর্থনৈতিক সহায়তা করে থাকে। বিশেষ করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও বন্যা, মহামারী প্রভৃতি থেকে আমাদেরকে রক্ষা করতে সহায়তা করে। তাই গাছের চারা রোপণ করার পর পরিচর্যা করবেন। এতে আপনি লাভবান হবেন। তাই গ্রামীণ ব্যাংকের কেন্দ্রিয় সিদ্ধান্ত মতে প্রত্যেক সদস্য এ বছর অন্তত: ৬টি করে বৃক্ষরোপণ করবে। স্ব স্ব সদস্যদের নিজ নিজ বাড়িতে পছন্দমত জায়গায় এ বৃক্ষরোপণ করবে এবং ভালোভাবে পরিচর্যা করে আজকের চারাটিকে মূল্যবান গাছে পরিণত করবেন। ’
তিনি আরো বলেন ,‘ এবার ২০ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক সারাদেশে ২০ কোটি গাছের চারা সদস্যদের মধ্যে রোপণের জন্যে বিতরণ করবে। আগামি এক সপ্তাহের মধ্যে ৭ কোটি ৬০ লাখ এবং আজ মঙ্গলবার ৩ কোটি গাছের চারা বিতরণ করা হবে। চাঁদপুর ৬ টি এরিয়ায় ৫৪টি শাখায় বরাদ্দ ৫০ লাখ্ । এ সপ্তাহের মধ্যে ১৪ লাখ ৯৫ হাজার এবং আজ মঙ্গলবার ৬ লাখ ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে। এ বর্ষা মৌসুমে গাছের চারা বিতরণ অব্যাহত থাকবে। ’
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা মো.মোস্তাফিজার রহমান, চাঁদপুর সদরের এরিয়া প্রোগ্রাম অফিসার মো.কলিম, বাগাদি শাখা ব্যবস্থাপক মো.আবুল হাসেম, হাজীগঞ্জের কংগাইশ শাখার ব্যবস্থাপক লিটন কান্তি দাশ, চাঁদপুর জোনের অধীন রামগঞ্জ এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান ও সোনাপুর শাখার ম্যানেজার মো.আলাউদ্দিন এবং স্ব স্ব শাখার কর্মকর্তা-কর্মচারীগণ।
আবদুল গনি
২০ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur