Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / উৎসবমুখর পরিবেশে ছেংগারচর পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিল
ছেংগারচর

উৎসবমুখর পরিবেশে ছেংগারচর পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র যাছাই-বাছাই ১৯ জুন। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। ইতিমধ্যে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র,সাধারণ কাউন্সিলর, ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমাদান শুরু হয়েছে।
আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১৫ জুন) ৫ জুন বিকেল ৫ টা পর্যন্ত মেয়র ও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ ও উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু তাহের এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ৩৯ প্রার্থী।

তার মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫ জন, ২নং ওয়ার্ডে ১ জন, ৩ নাম্বার ওয়ার্ডে ২ জন, ৪ নাম্বার ওয়ার্ডে দুই জন, ৫নং ওয়ার্ডে-৩ জন, ৬নাম্বার ওয়ার্ডে-১ জন, ৭ নাম্বার ওয়ার্ডে- ৫জন, ৮নাম্বার ওয়ার্ডে ৪জন, ও ৯ নাম্বার ওয়ার্ডে ৩ জন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ড ১, (১,২,২) নং ওয়ার্ডে-৩জন, সংরক্ষিত ওয়ার্ড ২ (৪,৫,৬) নং ওয়ার্ডে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড ৩ (৭,৮,৯) নং ওয়ার্ডে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল কারঅরা হলেন- পৌরসভার দুই বারের সাবেক মেয়র মিসেস আমেনা বেগম, তার স্বামী মোঃ নুরুল হক সরকার।

তারমধ্যে, ১ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- মোঃ নাসির উদ্দিন ফরাজী, আল আমিন বেপারী, মোঃ কামাল উদ্দিন, মোঃ আমিন মিয়াজী, মোঃ সবুজ মিয়া।
২ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে-সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম। ৩ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে- বর্তমান কাউন্সিলর মোঃ জহিরুল হক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোঃ জাহাঙ্গীর আলম। ৪ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে- মোঃ নাজমুল খান, মোঃ শাহাদাত হোসেন খোকন ঢালী। ৫ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে- অঅঃ মান্নান বেপারী, আঃ লতিফ মিয়াজী, মুছা আহম্মেদ । ৬ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে- মোঃ শরফি হোসেন। ৭ নাম্বার ওয়ার্ডে- আঃ মতিন মেম্বার, মোঃ অঅনোয়ার হোসেন, আবুল বাশার, সফিকুল ইসলাম, এনামুল হক ইমতিয়াজ। ৮ নাম্বার ওয়ার্ডে-বর্তমান কাউন্সিলল বোরহান উদ্দিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোখলেছুর রহমান চৌধুরী। এবং ৯ নাম্বার ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোঃ বোরহান উদ্দিন, মোঃ শামীম হোসেন, মোঃ গিয়াস উদ্দিন মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মহিলা ওয়ার্ড (১,২,৩) ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- মুনমুন আক্তার,মনোয়ারা বেগম, সালমা বেগম।

সংরক্ষিত ওয়ার্ড ২ (৪,৫,৬) ওয়ার্ডে- মনোনয়ন পত্র জমা দিয়েছেন- বর্তমান মহিলা কাউন্সিলর মিল্লাতুনেছা মিলি,পদ্ম রানী, আনোয়ারা বেগম, আছমা আক্তার ও আকলিমা বেগম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মহিলা ওয়ার্ড ৩ (৭,৮,৯) ওয়ার্ডে- মনোনয়ন পত্র জমা দিয়েছেন-বর্তমান কাউন্সিলর শিউলী বেগম, কানিজ ফাতেমা, নুরুন্নাহার সেবু।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু তাহের জানান, আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৯ জন প্রার্থী আগামী ১৮ জুলাই অনষ্ঠিতব্য ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র,সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মনোনয়ন পত্র জমাদান। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জুন রোববার। মনোনয়নপত্র যাছাই-বাছাই ১৯ জুন। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ। ছেংগারচর পৌরসভার মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৩শ’ ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ২ জন, আর মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার ৩শ’৩৪ জন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ১৫ জুন ২০২৩