চাঁদপুরে ৩৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ করে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার বিকেলে শহরের বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইলিয়াস রহমান সজল কে গ্রেফতার করা হয়।
ইলিয়াস রহমান সজল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আবদুস সালাম খানের ছেলে।
জানা যায়, চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের নেতৃত্বে শনিবার বিকেলে রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ইলিয়াস রহমান সজল কে ১টি মাইক্রোবাস (গাড়ি নং ঢাকা মেট্রো চ-৫১-৪১৮০) ও ৩৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উপ-পরিদর্শক জনাব পিয়ার হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১০ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur