চাঁদপুর টাইমস বিনোদন ডেস্ক || আপডেট: ০২:১২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
দিন দিন বেড়েই চলেছে সানি লিওনের দাম। তবে এবার একলাফে চারগুণ বেড়ে গেছে সাবেক এ পর্নোস্টারের পারফরমেন্সের মূল্য। সম্প্রতি এমটিভির একটি রিয়েলিটি শো স্পিলিস্টভিলায় একটি ক্যামিও চরিত্রের জন্য ১৬ কোটি রুপির অফার পেয়েছেন তিনি।
যদিও আগে প্রতি অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য চার কোটি রুপি পারিশ্রমিক নিতেন সানি। বলিউডের অভ্যন্তরীণ একটি সূত্রে জানা গেছে, সানির সমসাময়িক অনেক অভিনেত্রী সম্প্রতি তার দাম বেড়ে যাওয়াতে বেশ উদ্বিগ্ন।
বলিউডে আসার পর থেকে দিন দিন সানি কেবল সামনের দিকেই এগিয়ে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত বলিউডের ‘এ’ ক্যাটাগরির নায়িকা হতে পারেননি তিনি। তবুও তার অগ্রযাত্রায় দ্বিধায় পড়েছেন সতীর্থরা।
সামনে অক্ষয় কুমারের ‘সিং ইজ ব্লিং’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সানিকে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur