চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কালচো দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজিবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্বামী-স্ত্রী হলেন মিজিবাড়ির মৃত আ. গফুর মিজির ছেলে হাজি মো. মমিন মিজি (৭০) ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬০)। নিহত দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, মমিন মিজি বাড়িতে কবুতর পালতেন। কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলায় কবুরের বাসার দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়েছে। দুপুরে কবুতরের বাসায় কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান মমিন মিজি। তখন তাঁকে উদ্ধার করতে যান তার স্ত্রী নুরজাহান। এতে দুজনেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। পরে তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করেছি।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ৩ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur