স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানব সেবার পক্ষ থেকে এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার বাদ আছর চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডস্থ ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ উপহার ও বিতরন করেন অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, ১৫ ওয়ার্ড ছাত্রীলীগ নেতা মো:শুভ খান, মুন হাসপাতালের পরিচালক মোহাম্মদ বাবুল মোল্লা, মাসুদ হোসেন, মানব সেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এদিন ১৫ নং ওয়ার্ডের প্রায় ১,শ জন এতিম ও অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
জানা যায় ২০২০ সালে স্বেচ্ছাসেবী এই মানব সেবা সংগঠন টি প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর দুস্থ অসহায় এতিম ও পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ, বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, রক্তদান প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২২ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur