সারাদেশের ন্যায় চাঁদপুরেও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সহমর্মিতার ঈদ কার্যক্রমের অংশ হিসেবে ছিন্নমূল শিশুদের মাঝে রঙিন জামা বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার বন্ধুরা এর আয়োজন করে।
এ সময় ৩০জন শিশুকে ঈদ উপহার হিসেবে একটি করে নতুন রঙিন জামা তুলে দেওয়া হয়। প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেন,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,সাবেক সভাপতি জনি এম রহমানসহ বন্ধুসভার বন্ধুরা এসব রঙিন জামা বিতরণ করেন। নতুন রঙিন জামা পেয়ে খুশিতে আত্মহারা শিশুরা।
স্টাফ করেসপন্ডেট, ১৯ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur