চাঁদপুরের কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকগনের এ মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুলের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন ও কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সহ আরো অনেকে।
এসময় মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur