কচুয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কচুয়া বাজার আউটলেট শাখার আয়োজনে আকতার ট্রেড এন্ড লিংক-এর ব্যবস্থাপক আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় কচুয়া বাজারস্থ সুলতান ভূঁইয়ার কমপ্লেক্সের তৃতীয় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সাচার শাখা ব্যবস্থাপক মো: জামাল উদ্দিনের সভাপ্রধানে ও অফিসার শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, ইসলামী ব্যাংক সাচার শাখার ব্যবস্থাপক (অপারেশন) মো. জাকারিয়া, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল, কচুয়া ডাক বাংলো ঈদগাহ্ জামে মসজিদের খতিব মাও. জামাল হোসেন প্রমুখ।
ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিলে গ্রাহক ও সুভানুধ্যায়ীদের সম্মানে সিয়াম, তাকওয়া, সাদাকা ও ওয়াক্ফ শীর্ষক আলোচনা পেশ করেন বক্তারা।
এসময় ইসলামি ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur