কচুয়ায় সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এতিম,হতদরিদ্র ও এলাকার আলেম-ওলামা ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি অ্যাডভোকেট শাহাদাত সরকার শাওনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা প্রফেসর মো. শরীফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মো. ফারুকুল ইসলাম প্রধান,সমাজসেবক গোফরান উদ্দিন,শিক্ষক গোলাম মোস্তফা ও যুগ্ন সম্পাদক কাজী সালাউদ্দিন আলী সাকের সহ আরো অনেকে।
এসময় সংস্থার দপ্তর সম্পাদক আবু হানিফ প্রধান,সাংগঠনিক সম্পাদক গাজী মো. দেলোয়ার হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক হাসিব প্রধান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের মিয়াজী,অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ শাখাওয়াত প্রধান ও ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহবুব আলম রাসেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালন করেন বড়দৈল প্রধানীয়া বাড়ি জামে মসজিদের খতিব মুফুতি আব্দুল মবিন মেজবাহ।
উল্লেখ্য যে, ২০১১ সালে প্রভাত সমাজকল্যান সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক কার্যক্রম,করোনকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরন,সুরক্ষা সামগ্রী বিতরন,চিকিৎসা সেবা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়,সামাজিক সেবা কার্যাক্রমে কাজ করেছেন সংস্থার সদস্যরা। তবে ভবিষ্যতে এ সংস্থার মাধ্যমে আর্ত মানবতার পাশাপাশি সাধারন মানুষের কল্যানে যেন প্রতিনিয়ত কাজ করতে পারে এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংস্থার সদস্যবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur